
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এরই মধ্যে কয়েক হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। যতই দিন যাচ্ছে এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে, যা চরম আতঙ্কের সৃষ্টি করেছে সারাদেশে। ডেঙ্গু প্রতিরোধে উল্লেখযোগ্য কোনও চিকিৎসা এখনও পর্যন্ত নেই। ছিল না কোনও ভ্যাকসিনও। তবে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। গত মে মাসের ১ তারিখ ডেংভেক্সিয়া নামের এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপ্রাপ্ত ভ্যাক্সিনটি ৯ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে চার ধরনের ডেঙ্গু ভাইরাসই প্রতিরোধ করবে। ডেঙ্গুর ভ্যাকসিন ডেংভেক্সিয়া তিনটি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। এর মধ্যে প্রথম ইনজেকশনটি দেওয়ার পর দ্বিতীয়টি ৬ মাস পর এবং তৃতীয়টি ১ বছর পর দিতে হয়।