News71.com
 Bangladesh
 05 Aug 19, 01:05 PM
 119           
 0
 05 Aug 19, 01:05 PM

ঈদ উপলক্ষ্যে আগামী শুক্র-শনি বারেও খোলা থাকবে বাংক॥  

ঈদ উপলক্ষ্যে আগামী শুক্র-শনি বারেও খোলা থাকবে বাংক॥   

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্র এবং শনিবার রাজধানীসহ কিছু কিছু এলাকার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন-ভাতা এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে এ নির্দেশনা দেয়া হয়। রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন-ভাতা এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে আগামী ৯ ও ১০ আগস্ট শুক্র এবং শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে।

যেসব এলাকায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে শুক্রবার এবং শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন