News71.com
 Bangladesh
 04 Aug 19, 07:07 PM
 138           
 0
 04 Aug 19, 07:07 PM

নিখোঁজ সাংবাদিক কে দ্রুত খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ॥

নিখোঁজ সাংবাদিক কে দ্রুত খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ॥

নিউজ ডেস্কঃ নিখোঁজ সাংবাদিক এফএম মুশফিকুর রহমানকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এর আগে, প্রাণনাশের হুমকি পাওয়ার একদিন পর ২২ জুলাই মুশফিকুর পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সাধারন ডায়েরি (জিডি) করার ১১ দিন পর নিখোঁজ হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা’র সিনিয়র রিপোর্টার এফ এম মুশফিকুর রহমান।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরপর রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তাকে উদ্ধারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি (গুলশান বিভাগের) জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলেছি এবং তাকে অবিলম্বে নিখোঁজ সাংবাদিককে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন