News71.com
 Bangladesh
 04 Aug 19, 06:54 PM
 124           
 0
 04 Aug 19, 06:54 PM

চাঁদপুরের ডেঙ্গু আক্রান্ত হয়ে নারী ইউপি সদস্যের মৃত্যু॥

চাঁদপুরের ডেঙ্গু আক্রান্ত হয়ে নারী ইউপি সদস্যের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ চাঁদপুরের মতলবে ডেঙ্গু আক্রান্ত নারী ইউপি সদস্য লাভলী আক্তার (৩৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ১টার দিকে ঢাকার শমরিতা হাসপাতালে মারা যান তিনি।পারিবারিক সূত্রে জানা যায়, খাদের গাঁও ইউনিয়নের সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের নারী সদস্য লাভলী আক্তার ২৯ জুলাই ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত গিয়ে দশ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। বাড়িতে এসে তার জ্বর দেখা দিলে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। ৩ আগস্ট শনিবার তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাত মারা যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন