News71.com
 Bangladesh
 04 Aug 19, 12:57 PM
 146           
 0
 04 Aug 19, 12:57 PM

ট্রেনের বিভিন্ন ব্যবস্থাপনা দেখতে ভারত সফরে রেলমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল॥

ট্রেনের বিভিন্ন ব্যবস্থাপনা দেখতে ভারত সফরে রেলমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল॥

নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন শনিবার বিকালে ভারতে গিয়েছেন। ভারত সরকারের রেলপথ মন্ত্রীর আমন্ত্রণে তিনি এ সফরে যান।এ সফরে ৮ সদস্যের প্রতিনিধি দলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান নূর এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিমসহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি রয়েছেন। প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিভিন্ন পরিসেবা যেমন বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন। ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয়সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রতিনিধি দলটি আলোচনা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন