News71.com
 Bangladesh
 04 Aug 19, 12:57 PM
 154           
 0
 04 Aug 19, 12:57 PM

ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ॥

ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু নিয়ন্ত্রণে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন অঞ্চলে আদালত পরিচালনা করেছে। আজ শনিবার ডিএনসিসিতে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গুলশান-২, পল্লবী, মিরপুর, মোহাম্মদপুর, মোহাম্মদপুর বাজার এলাকাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় যেসব স্থাপনায় পানি জমে থাকতে দেখা যায় তাদের জরিমানা করা হয়। গুলশান-২ এ ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ৫টি নির্মাণাধীন ভবন, হাসপাতাল ও দপ্তরকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন স্থানে ১৪৫টি আবাসিক ভবন ও স্থাপনা পরিদর্শন করেন। পল্লবী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজমের নেতৃত্বে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ থাকায় এবং নির্মাণ সামগ্রী ফুটপাত ও রাস্তায় রেখে জন দুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোট ৬টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন