
নিউজ ডেস্কঃ লন্ডনে চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ তথ্য জানান। মাহবুব-উল-আলম হানিফ বলেন, আগামী ৫ আগস্ট ডাক্তারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অ্যাপয়েনমেন্ট আছে। এরপর ৭ তারিখে তিনি দেশের উদ্দেশে রওনা দিবেন। ৮ তারিখে দেশে এসে পৌঁছাবেন বলে আশা করি। এর আগে গত ১৯ জুলাই বাংলাদেশি দূতদের সম্মেলন এবং কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২২ জুলাই সেখানকার একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার করা হয়।