News71.com
 Bangladesh
 03 Aug 19, 07:39 PM
 144           
 0
 03 Aug 19, 07:39 PM

তিস্তা নদীকে সাজিয়ে তুলতে ৮ হাজার কোটি টাকা বরাদ্ধ॥

তিস্তা নদীকে সাজিয়ে তুলতে ৮ হাজার কোটি টাকা বরাদ্ধ॥

নিউজ ডেস্কঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীকে নতুন করে সাজিয়ে তোলা হবে। এ নিয়ে একটি মেঘা প্রকল্পও হাতে নিয়েছে সরকার। ওই প্রকল্প বাস্তবায়ন হলেই তিস্তা পাড়ের মানুষজনের দুঃখ-কষ্ট থাকবে না। বন্যায় মানুষ আর পানি বন্দি হবে না, দেখা দিবে না ভাঙ্গন। তিনি শনিবার (৩ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে রাষ্ট্রীয় ভবন “অবসর”-এর হল রুমে মত বিনিময় সভায় এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, খনন ও বাঁধ নির্মাণের মাধ্যমে হারিয়ে যাওয়া নাব্যতা ফিরে আসবে তিস্তা নদীর। কয়েক দিনে মধ্যে ভারতের পানি সম্পদ মন্ত্রী ও সচিবের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মো. মাহফুজুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী রবিউল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন