News71.com
 Bangladesh
 03 Aug 19, 07:27 PM
 81           
 0
 03 Aug 19, 07:27 PM

ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কে ৩ কিলোমিটার যানজট॥

ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কে ৩ কিলোমিটার যানজট॥

নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলের গেটওয়ে হিসেবে পরিচিত বগুড়া। কেননা উত্তরের নয়টি জেলার সঙ্গে সড়কপথে বগুড়া হয়েই সব ধরনের যানবাহন চলাচল করে। এ কারণে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া জেলার অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের মারাত্মক খানা-খন্দে ভরা তিনটি স্থান মেরামত ও সংস্কারের উদ্যোগ নেয় বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তাতেই দেখা দেয় তীব্র যানজট। যানজটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় শত শত যানবাহনকে। চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। সেই যানজট সামাল দিতে পুলিশকে চরম হিমশিম খেতে দেখা যায়।

ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল, বাঘোপাড়া ও মহাস্থান বাজার এলাকায় ছোট-বড় অসংখ্য মারাত্মক খানা-খন্দ সৃষ্টি হওয়ায় অনেকটা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আসন্ন ঈদে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সম্প্রতি মহাসড়কের এই তিনটি স্থান মেরামত ও সংস্কারের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরমধ্যে থেমে থেমে পড়তে থাকে বৃষ্টির পানি। ফলে মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করার পর অনেক জায়গা আবার অনেকটা আগের অবস্থায় ফিরে যায়। মানে খানাখন্দে ভরে যায়। এছাড়া মহাসড়কের এই তিনটি স্থানের মধ্যে দূরুত্ব মাত্র তিন কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন