News71.com
 Bangladesh
 03 Aug 19, 07:27 PM
 83           
 0
 03 Aug 19, 07:27 PM

ডেঙ্গু মোকাবিলায় ঈদে স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি কর্পোরেশন এর ছুটি বাতিল॥

ডেঙ্গু মোকাবিলায় ঈদে স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি কর্পোরেশন এর ছুটি বাতিল॥

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি অফিস আদেশ জারি করা হয়েছে।সরকারি আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ জন্য মশা নিধন অভিযান বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে এ কার্যক্রমকে সফল করার জন্য স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। সে থানীয় সরকার বিভাগের ৩০ জুলাইয়ের অফিস আদেশ মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। পুনরায় আদেশ দেওয়া না পর্যন্ত ছুটি বাতিল অবস্থায় থাকবে বলে আদেশে বলা হয়। এছাড়া ইতোমধ্যে ছুটিতে গমনকারী কর্মকর্তা ও কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-উদ্যোগে কর্মস্থলে যোগদান করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন