News71.com
 Bangladesh
 03 Aug 19, 06:37 PM
 145           
 0
 03 Aug 19, 06:37 PM

বংশ বিস্তার রোধে পুরুষ এডিস মশাকে বন্ধ্যা করা হবে।। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী

বংশ বিস্তার রোধে পুরুষ এডিস মশাকে বন্ধ্যা করা হবে।। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্কঃ ডেঙ্গু মশার প্রাদুর্ভাব মানুষকে রক্ষা করতে এবার পুরুষ এডিস মশাকে স্থায়ী বন্ধ্যাকরণের মাধ্যমে এডিস মশার বংশ হ্রাস করার স্থায়ী পদ্ধতি উদ্ভাবন করেছে আশুলিয়ার সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান। এ পদ্ধতিতে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন তারা। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউটের কীট জীব প্রযুক্তি বিভাগের বিজ্ঞানীরা এ পদ্ধতি উদ্ভাবন করেছেন। আজ শনিবার (৩ আগস্ট) সকালে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আশুলিয়ায় সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে পুরুষ এডিস মশা বন্ধ্যাকরণ পদ্ধতি পরিদর্শন করে এ কথা জানান।

মন্ত্রী বলেন, পুরুষ জাতীয় এডিস মশাকে গামা রশ্মি প্রয়োগের মাধ্যমে বন্ধ্যাকরণ করা হবে। পরে ওই মশা ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে এমন এলাকায় অবমুক্ত করা হলে সেই মশা স্ত্রী এডিস মশার সাথে মিলিত হলে স্ত্রী এডিস মশার ডিম/লার্ভা নিষিক্ত না হওয়ায় মশার পরিমাণ কমতে থাকবে। এভাবে বন্ধ্যা মশা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি বলে জানিয়েছেন তারা। পাশাপাশি এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি, তাই পরিবেশে এর কোনো বিরুপ প্রভাব নেই। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড. স্বপন কুমার চক্রবর্তী, কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন