
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাকে ধারণ করেই যুবলীগ নেতাকর্মীদের আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করতেই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র আরও কঠোর হয়েছে। এদের ঠেকাতে হলে যুবলীগকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, শুধু লাল-সবুজের কাপড় পরে বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিতে সাদা কাপড় পরলেই বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তা-চেতনাকে ধারণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। যুবলীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পরীক্ষিত সৈনিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে।
গতকাল শুক্রবার হুইপ ইকবালুর রহিম দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজুু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, কোতয়ালী যুবলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক নুরে আলম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহাসহ অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।