News71.com
 Bangladesh
 02 Aug 19, 10:28 PM
 152           
 0
 02 Aug 19, 10:28 PM

ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি না দিলে বিশৃঙ্খলার দায় সরকারের॥বিএনপিনেত্রী সেলিমা রহমান

ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি না দিলে বিশৃঙ্খলার দায় সরকারের॥বিএনপিনেত্রী সেলিমা রহমান

নিউজ ডেস্কঃ ঈদুল আজহার আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, গণতন্ত্রের নেত্রীকে মুক্তি দেওয়া না হলে এরজন্য যদি কোথাও বিশৃঙ্খলা দেখা দেয় সে দায়ভার সরকারকে নিতে হবে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘চেতনা বাংলাদেশ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াইকে আরও বেগবান করতে হবে আমাদের, নেত্রীকে মুক্ত করতে হবে। আসন্ন ঈদুল আজহার আগে যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় তাহলে এর জন্য কোনো বিশৃঙ্খলা হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।

তিনি বলেন, আজ দেশে আইয়ামে জাহেলিয়াতের মতো শাসন চলছে। অন্যায়-অবিচার চললেও এর প্রতিবাদ করা যাবে না। আমাদের ডেঙ্গু সচেতনতা বিষয়ে র্যালি হওয়ার কথা থাকলেও সরকার তা হতে দেয়নি। অথচ তারা নিজেরা ব্যর্থ হওয়ার পরও কেউ সহযোগিতা করতে চাইলেও তা করার সুযোগ নেই। চেতনা বাংলাদেশের সভাপতি শামীমা রহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন