News71.com
 Bangladesh
 02 Aug 19, 10:11 PM
 181           
 0
 02 Aug 19, 10:11 PM

গুজব সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে॥ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম

গুজব সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে॥ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম

নিউজ ডেস্কঃ গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুশাসন নিশ্চিত করতে তাদের কঠোর হস্তে দমন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ডেঙ্গু ও অন্যান্য সমসাময়িক বিষয় সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে যারা হীন উদ্দেশ্যে অপপ্রচার করছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বর্তমান সরকার সুশাসনে সবোর্চ্চ গুরুত্ব দিয়েছে। সুশাসনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনগণের জন্য সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা এবং কেউ যেন এর বিঘ্ন ঘটাতে না পরে। তিনি যেকোনো ধরনের গুজবের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এইচটি ইমাম সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, মশার বিরুদ্ধেও বিজয়ী হব।

সভায় ডেঙ্গু ও গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে টিভি চ্যানেলের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভায় যোগদানকারী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এসডিজি বিষয়ক মূখ্য-সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, তথ্য সচিব আবদুল মালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক সচিব মোস্তফা কামাল উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিঞা, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবগণ এবং দুই সিটি কর্পোরেশনের ও র্যাব প্রতিনিধিগণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন