News71.com
 Bangladesh
 02 Aug 19, 10:09 PM
 140           
 0
 02 Aug 19, 10:09 PM

আগামী ১২আগষ্ট পবিত্র ঈদুল আজহা॥

আগামী ১২আগষ্ট পবিত্র ঈদুল আজহা॥

নিউজ ডেস্কঃ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১২ আগস্ট সারাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা হবে। আজ শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। সভায় ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করার পর সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী ১১ আগস্ট এবং হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। গতকাল বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন