News71.com
 Bangladesh
 02 Aug 19, 07:47 PM
 80           
 0
 02 Aug 19, 07:47 PM

পরিস্থিতি সামাল দিতে হিমশিম সাভার ট্যানারি পল্লি॥

পরিস্থিতি সামাল দিতে হিমশিম সাভার ট্যানারি পল্লি॥

নিউজ ডেস্কঃ সরকারের ব্যাপক উদ্যোগ আর ব্যবসায়ীদের পক্ষ থেকে করা ব্যাপক অভিযোগ, আলোচনা-সমালোচনার পরও কার্যকর হয়নি ১৭ একর জমির ওপর স্থাপিত সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি (সিইটিপি)। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- গুরুত্বপূর্ণ এই অবকাঠামো নির্মাণের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে এবং কোরবানির সময় বাড়তি চামড়ার চাপ সামলানোর জন্য এখন পুরোপুরি প্রস্তুত সাভার চামড়া পল্লি। কিন্তু আদৌ প্রস্তুত কিনা তা নিয়ে চামড়া শিল্প মালিকদের মনে সন্দেহ রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ধরনের সন্দেহ দেখা দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এখনও ট্যানারি পল্লির অবকাঠামো পুরোপুরি কার্যকর হয়নি। কঠিন বর্জ্য ডাম্পিং ইয়ার্ড তৈরির কাজ এখনও শুরুই হয়নি। এখনও তা ফেলা হচ্ছে খোলা স্থানে। এ বর্জ্যের বেশিরভাগ নির্ধারিত পুকুর ও আশপাশে যত্রতত্র ফেলা হচ্ছে। আশপাশের ডোবা ভরে গেলে বর্জ্যসহ ময়লা পানি গড়িয়ে পড়ছে পাশের ধলেশ্বরী নদীতে। পরিকল্পনা আছে- এখানকার কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের। কিন্তু বর্তমান পরিবেশ দেখলে সরকারি ওই পরিকল্পনার কথা ভাবাও দুষ্কর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন