News71.com
 Bangladesh
 02 Aug 19, 07:44 PM
 73           
 0
 02 Aug 19, 07:44 PM

গাইবান্ধায় পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জার্মান রাষ্ট্রদূত॥

গাইবান্ধায় পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জার্মান রাষ্ট্রদূত॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এইচ ই পিটার ফারেনহোল্টজ আজ শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় প্রস্তাবিত পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল ও নার্সিং কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিশ্বেশ্বর সরকার, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আবদুস সোবহান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, সহ-সভাপতি জহুরুল হক বাদশা, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ। জানা যায়,গতকাল জার্মান রাষ্ট্রদূত দুই দিনের সফরে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে আসেন। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন