News71.com
 Bangladesh
 02 Aug 19, 07:42 PM
 68           
 0
 02 Aug 19, 07:42 PM

হাইকোর্টের রায় অমান্য করেই ভিআইপি প্রোটোকল চাইলেন বিচারপতি॥

হাইকোর্টের রায় অমান্য করেই ভিআইপি প্রোটোকল চাইলেন বিচারপতি॥

নিউজ ডেস্কঃ ভিআইপি প্রটোকলের জন্য দেরিতে ফেরি ছাড়ায় শিশুমৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের ‘রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়’ হাইকোর্টের এমন আদেশের পর ভিআইপি প্রটোকল চাইলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর। গ্রামের বাড়িতে যেতে তিনি এই প্রোটোকল চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম খুলনার ডিসির কাছে চিঠি দিয়ে এ প্রটোকল চেয়েছেন। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) আব্দুছ সালামের সই করা প্রশাসন বিভাগের প্রটোকল চাওয়া চিঠি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। হাইকোর্টের এই আদেশের আগে বিচারপতিরাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিআইপি প্রটোকল দেওয়ার প্রচলন ছিল। গত ২৫ জুলাই মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে যুগ্ম সচিবের সবুরের অপেক্ষায় প্রায় ৩ ঘণ্টা ফেরি না ছাড়ায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু ঘটে বলে জোরালো অভিযোগ উঠেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বুধবার (৩১ জুলাই) বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন