News71.com
 Bangladesh
 02 Aug 19, 07:40 PM
 128           
 0
 02 Aug 19, 07:40 PM

অপরাধমুক্ত করতে মানিকগঞ্জসহ ঢাকা- পাটুরিয়া মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন॥

অপরাধমুক্ত করতে মানিকগঞ্জসহ ঢাকা- পাটুরিয়া মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন॥

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে অপরাধমুক্ত রাখতে পুরো জেলা ও ঢাকা- পাটুরিয়া মহাসড়ককে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। মানিকগঞ্জ জেলা পুলিশ পক্ষ থেকে নেয়া হয়েছে ভিন্ন মাত্রার সময় উপযোগী উদ্যোগ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রশাসনিক এলাকা, ঢাকা-পাটুরিয়া সড়কে দেয়া হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা। এতে করে দুর্নীতি, অপরাধ এবং অপরাধীদের দ্রুত সময়ের ভিতরে সনাক্তকরণের মাধ্যমে আইনের আওতায় আনা যাবে বলে মনে করছেন পুলিশ সুপার রিফাত রহমান শামিম পিপিএম। এ বিষয়ে পুলিশ সুপার জানান, সাধারণ মানুষের কাছে সেবাটা স্বচ্ছভাবে ছড়িয়ে দিতে প্রতিটা থানা কম্পাউন্ডে যুক্ত করা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। যা অপটিক্যাল ফাইবার দ্বারা জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন