News71.com
 Bangladesh
 02 Aug 19, 01:27 PM
 118           
 0
 02 Aug 19, 01:27 PM

ঈদযাত্রা সুগম করতে নৌ মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল॥

ঈদযাত্রা সুগম করতে নৌ মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল॥

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে নৌপরিবহন মন্ত্রণালয় এবং অধীন তিন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাহিদ-উল-মোস্তাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এবার ঈদে ছুটি কাটাতে পারবেন না। ঈদ উৎসব উদযাপন উপলক্ষে এবং বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো এবং উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদ যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল লঞ্চ চলাচলের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন