News71.com
 Bangladesh
 02 Aug 19, 01:25 PM
 103           
 0
 02 Aug 19, 01:25 PM

মশা মারার ওষুধ সিটি করপোরেশনকে আনতে হবে॥হাইকোর্টের নির্দেশনা

মশা মারার ওষুধ সিটি করপোরেশনকে আনতে হবে॥হাইকোর্টের নির্দেশনা

নিউজ ডেস্কঃ অ্যাডিস মশা নির্মূলে দেশের বাইরে থেকে কার্যকর ওষুধ আনতে বলেছে হাইকোর্ট। এমন আদেশ দিয়ে আদালত বলেছে, বিশেষ ব্যবস্থায় দুই সিটি করপোরেশনকে দিয়ে উন্নতমানের ওষুধ আমদানি করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে সংকট মোকাবেলায় সম্ভব হলে সরকারকে নিজস্ব ব্যবস্থাপনায় ওষুধ আমদানি করে দুই সিটি করপোরেশনসহ সকল সিটি করপোরেশন ও পৌরসভায় দেশব্যাপী সরবরাহ করতে বলা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

সিটি করপোরেশনের আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, ওষুধ আনতে সিটি করপোরেশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সরকার বলেছে ওষুধ সিটি করপোরেশনকেই আনতে হবে। অতএব সকল দায়-দায়িত্ব সিটি করপোরেশনের। এর আগে দেশের বাইরে থেকে ওষুধ আনা নিয়ে সিটি করপোরেশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে পরস্পরবিরোধী বক্তব্য দেন। ঐ বক্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের অনুরোধে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ হেলালুদ্দীন আহমেদ উপস্থিত হয়ে আদালতকে জানান, বিদেশে সরকারিভাবে মশা নির্মূলের ওষুধ উত্পাদন হয় না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এর উত্পাদন করে থাকে। ফলে জি-টু-জি পদ্ধতিতে দ্রুত ওষুধ আমদানিতে জটিলতা রয়েছে। আইন অনুসরণ করে সিটি করপোরেশন এই ওষুধ আনবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইনজীবী তৌফিক ইনাম টিপু বলেন, মশা নিধনে যে ওষুধ নির্ধারণ করা হয়েছে সেটার স্যাম্পল চায়না থেকে ডিএইচএল কুরিয়ারে ঢাকায় আসবে। মানবদেহের জন্য ক্ষতিকর কিনা সেই পরীক্ষা সম্পন্নের পর ওষুধ আসতে ১৪ কার্যদিবস লাগতে পারে। আদালত বলেন, নতুন ওষুধ লাগবে। ঢাকার সব সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিত্সা তত্ত্বাবধান করতে সহযোগী অধ্যাপকের নীচে নয় এমন একজন চিকিত্সককে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকেও মানবিক দিক বিবেচনা করে যতটুকু সম্ভব এই আদেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত। একইসঙ্গে ডেঙ্গু চিকিত্সার জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। আদালত বলেন, একজন রোগীও যেন বিনা চিকিত্সায় ফিরে না যায় তা নিশ্চিত করতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান, দক্ষিণ সিটির পক্ষে সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটির পক্ষে তৌফিক ইমাম টিপু শুনানি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন