News71.com
 Bangladesh
 01 Aug 19, 09:59 PM
 137           
 0
 01 Aug 19, 09:59 PM

আগামীকাল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিচ্ছন্ন অভিযান করবে আওয়ামী লীগ॥

আগামীকাল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিচ্ছন্ন অভিযান করবে আওয়ামী লীগ॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে সারা বাংলাদেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’- শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাল দ্বিতীয় দিনে সকাল ১০টায় এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সঙ্গেু একই সময়ে ঢাকা মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে এবং সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পরিচ্ছন্নতা কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

সূত্র, বাসস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন