News71.com
 Bangladesh
 01 Aug 19, 09:27 PM
 127           
 0
 01 Aug 19, 09:27 PM

সদলবলে হাজির হয়ে বেসিক ব্যাংকের কর্মীদের কড়া বার্তা দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

সদলবলে হাজির হয়ে বেসিক ব্যাংকের কর্মীদের কড়া বার্তা দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

নিউজ ডেস্কঃ বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কোনও কর্মকর্তা কাজ না করলে, অনিয়ম করলে একবার বলব, দ্বিতীয় বার বলব না। চাকরি থাকবে না। আপনি কোর্টে যান। কোনও সমস্যা নেই। কিন্তু কোনোদিন আমাদের ভালোবাসা পাবেন না। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকের সার্বিক আর্থিক পরিস্থিতি তুলে ধরেন ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মাজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আলম। উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও অতিরিক্ত সচিব ফজলুল হক।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারা ৩৫৪ কোটি টাকা লোকসান করেছেন। মাত্র ৭২টা ব্রাঞ্চের জন্য এখানে প্রায় ২১০০ জনবল আছে। এত লোকের এখানে কী কাজ?আপনারা একদিকে অন্যান্য ব্যাংকের তুলনায় বেতন বেশি নেন। অন্যদিকে ব্যাংক লোকসানে। এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। বেতন কমানো হবে। আপনারা কর্মকর্তারা সবাই বসে সিদ্ধান্ত নেন। কীভাবে কত কমাবেন। সিদ্ধান্ত আমাকে জানান। এরপর আমি আমার সিদ্ধান্ত জানাব। তিনি বলেন, এখানে আমি বার বার আসব না। আজকে এসেছি আপনাদের একটা সুযোগ দিয়ে গেলাম। ব্যাংক কীভাবে ঘুরে দাঁড়াবে সে প্ল্যান দেন। আপনারা একটু সামনে এগুলে আমরাও এগোব। না হলে আমরাও এগোব না। আপনারা আপনাদের কাজ করেন। আমরা আমাদের কাজ করব। অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংকের ৪ হাজার ৬০০ কোটি টাকা খেলাপি তাদের কাছে যান। ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরের মধ্যে ঋণ পরিশোধের সুবিধা নিতে বলেন। যারা ঋণ শোধ করতে চান তাদের সর্বোচ্চ সহায়তা করব। আর যারা টাকা মারার ধান্ধায় আছেন তাদের কোনো ছাড় দেয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন