News71.com
 Bangladesh
 01 Aug 19, 09:23 PM
 72           
 0
 01 Aug 19, 09:23 PM

শোকাবহ আগষ্টের প্রথমদিন॥ ধানমন্ডি ৩২ নম্বরে নানা কর্মসূচি

শোকাবহ আগষ্টের প্রথমদিন॥ ধানমন্ডি ৩২ নম্বরে নানা কর্মসূচি

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও বাঙালির হৃদয় ফ্রেমে বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন পার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচি পালন করে। ১ আগস্ট মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে স্বেচ্ছাসেবক লীগ। প্রতি বছরের মতো আজও রক্তদান কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি।

বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে টেলিফোনে সংযুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন লন্ডন সফরত আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের সভাপতি মেতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমীর চন্দদে’র পরিচালনায় এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এদিকে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেয়ার পর ওবায়দুল কাদের ঘোষণা দেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আর কারও বক্তব্য দেয়া সম্ভব নয়। এরপর কৃষকলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুযায়ি রক্তদানে ইচ্ছুক ব্যক্তিকে রক্তদানের আহবান জানান ওবায়দুল কাদের। যারা রক্তদান করেন তাদের কৃষকলীগের পক্ষ থেকে শোকের মাসের প্রতীক হিসেবে একটি করে কালো পাঞ্জাবি দেয়া হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন