
নিউজ ডেস্কঃ নগরীর চকবাজার কাঁচাবাজার এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াই হাজার টাকাসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ।
আটকের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বিকেলে কাঁচাবাজার এলাকায় খালের ওপর গড়ে উঠা অবৈধ একটি কাঁচাঘরে জুয়া খেলছিল ১২ যুবক। সিডিএর লোকজন উচ্ছেদে গিয়ে বিষয়টি দেখে থানায় খবর দিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।