News71.com
 Bangladesh
 01 Aug 19, 07:44 PM
 110           
 0
 01 Aug 19, 07:44 PM

ঈদে নির্বিঘ্নে যাত্রী পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়ায় প্রস্তুত ২০টি ফেরি॥

ঈদে নির্বিঘ্নে যাত্রী পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়ায় প্রস্তুত ২০টি ফেরি॥

নিউজ ডেস্কঃ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আসন্ন ঈদুল আজহার সময় ২০টি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।তবে ঈদের বাড়তি চাপ সামাল দিতে এ নৌরুটে অন্তত ২২টি ফেরি প্রয়োজন রয়েছে। বুধবার বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি।

তিনি জানান,বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।ঈদে যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে দুই-একদিনের মধ্যে আরও দুইটি ফেরি বহরে যুক্ত হবে।আপাতত ২০টি ফেরি দিয়েই আগামী ঈদে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।’ এ সময় সভার সভাপতি ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন,ঈদে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে অন্তত ২২টি ফেরি প্রয়োজন বলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকদিন ধরে জানিয়ে আসছি।দৌলতদিয়া ঘাটে মানুষের দুর্ভোগ দূর করতে ২২টি ফেরির ব্যবস্থা করা দরকার।’

প্রস্তুতিসভা থেকে দৌলতদিয়া নৌপুলিশের ওসিকে ফেরিতে জুয়া বন্ধসহ যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,সড়ক ও জনপদ বিভাগকে ঘাট এলাকার সড়কের খানাখন্দ জরুরি মেরামত ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদকে মহাসড়কের ৩ কিলোমিটার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ,দৌলতদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. গণি মণ্ডল, দৌলতদিয়া নৌপুলিশের ওসি মো.লাবু মিয়াসহ ঘাটসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন