News71.com
 Bangladesh
 01 Aug 19, 06:44 PM
 100           
 0
 01 Aug 19, 06:44 PM

বেসরকারি ঋণপ্রবাহ কমিয়ে মুদ্রানীতি ঘোষনা করল বাংলাদেশ ব্যাংক॥

বেসরকারি ঋণপ্রবাহ কমিয়ে মুদ্রানীতি ঘোষনা করল বাংলাদেশ ব্যাংক॥

নিউজ ডেস্কঃ বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে গত মুদ্রানীতির চেয়ে বেসরকারি ঋণপ্রবাহ প্রায় ২ শতাংশ কমানো হয়েছে। দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। অর্থাৎ বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ জোগান থেকে বঞ্চিত হবে। এতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঋণের এক অঙ্ক সুদহার বাস্তবায়ন আরো কঠিন হতে পারে। তবে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির। নতুন মুদ্রানীতির ভঙ্গিমা আগের মতোই সতর্কভাবে সংকুলানমুখী রয়েছে বলে জানান গভর্নর ফজলে কবির। তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ধরা হলেও তা সরকারি প্রক্ষেপিত প্রবৃদ্ধি অর্জনের জন্য যথেষ্ট। তা ছাড়া এখন থেকে প্রতি অর্থবছরে একটি মুদ্রানীতি দেওয়া হবে বলেও জানান তিনি।নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের লক্ষ্যমাত্রা ব্যাপক হারে কমানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বেসরকারি ঋণের অংশের চেয়ে বড় দেখালেও বেসরকারি অংশটির মোট অঙ্ক সরকারি অংশের চেয়ে অনেক (প্রায় ৭.৩ গুণ) বড় হওয়ায় পরিমাণের অঙ্কে সরকারি ঋণের অংশটি অনেক কম।তবে চলতি অর্থবছর শেষে অভ্যন্তরীণ ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ১৫.৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।রিজার্ভ মুদ্রার বৃদ্ধি ধরা হয়েছে ১২ শতাংশ। নিট বৈদেশিক সম্পদ (এনএফএ) বৃদ্ধি জুনে ২.২ শতাংশ হারে বাড়লেও আগামী জুনে তা বাড়বে মাত্র ০.৩০ শতাংশ।বছরে ৫০০ ডলার রেমিটেন্স পাঠালেই ২% প্রণোদনা : বছরে ন্যূনতম ৫০০ ডলার রেমিট্যান্স দেশে পাঠালেই প্রবাসী বাংলাদেশীরা ২ শতাংশ প্রণোদনা সুবিধা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন