News71.com
 Bangladesh
 01 Aug 19, 06:25 PM
 86           
 0
 01 Aug 19, 06:25 PM

ফেরিতে মৃত্যুর ঘটনা তদন্তে নৌমন্ত্রনালয়ের গঠিত কমিটি পুনর্গঠন॥

ফেরিতে মৃত্যুর ঘটনা তদন্তে নৌমন্ত্রনালয়ের গঠিত কমিটি পুনর্গঠন॥

নিউজ ডেস্কঃ ফেরিতে মৃত্যুর ঘটনা তদন্তের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত দুই সদস্যের কমিটি পুনর্গঠন করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহবায়ক হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক। সদস্যরা হলেন- যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান এবং উপসচিব এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম।

কমিটি সরেজমিনে তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়। এতে বলা হয়, অতিরিক্ত সচিবের জন্য বিলম্ব, প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগীর’ শিরোনামে টেলিভিশনে প্রচারিত এবং বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। যা ২৯ জুলাই থেকে কার্যকর থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন