
নিউজ ডেস্কঃ আবারো পিছিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।আজ বৃহস্পতিবার (১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী নতুন এই দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের বাংলাদেশ ব্যাংক একাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এরমধ্যে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার ম্যানিলার আরসিবিসি ও দুই কোটি মার্কিন ডলার শ্রীলংকার একটি ব্যাংকে ট্রান্সফার করা হয়।
কিন্তু হ্যাকারদের স্পেলিং ইরর থাকায় শ্রীলংকার ব্যাংকে দুই কোটি মার্কিন ডলার ট্রান্সফারটি বাতিল হয়ে যায়। পরে বাংলাদেশ ব্যাংক পিলিপাইন থেকে এক কোটি ৫০ লাখ ডলার উদ্ধার করতে সক্ষম হয়। ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্ত করছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।