
নিউজ ডেস্কঃ পর্যায়ক্রমে পলিথিনের উৎস বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে 'পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা' শীর্ষক এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব মনজুরুল হান্নান খান, আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, ড. নূরুল কাদির, ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল, প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. রফিক আহাম্মদ ।
তিনি বলেন, 'নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে সারাদেশে ৮টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে নিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পলিথিনের উৎস বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।গত ৬ মাসে পরিবেশ অধিদপ্তর পলিথিনের বিরুদ্ধে সারাদেশে ১২২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১২৬ টন পলিথিন জব্দ ও ৪৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। ৬৪টি জেলায় জেলা কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে ৮টি বিভাগীয় শহর এবং ৩৬টি জেলায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় স্থাপন করে জনবল পদায়ন করা হয়েছে।