News71.com
 Bangladesh
 01 Aug 19, 01:31 PM
 89           
 0
 01 Aug 19, 01:31 PM

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে কলকাতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ঢাকা।।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে কলকাতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ঢাকা।।

নিউজ ডেস্কঃ এডিস মশা নিধনে সফল কলকাতা পৌর সংস্থার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি)। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থা দু’টি। তাদের ব্যবহৃত ওষুধ ও যন্ত্রপাতিও সংগ্রহের আগ্রহ দুই সিটির। এরইমধ্যে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশকে ফোন করেছেন। তিনি কলকাতা পৌর সংস্থার ব্যবহৃত সরঞ্জাম ও কর্মকাণ্ড সম্পর্কে জানাতে তার সহযোগিতা চেয়েছেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম নিজেই এ তথ্য জানান। সম্প্রতি নগরজুড়ে ডেঙ্গু রোগের পাদুর্ভাব ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সিটি করপোরেশন কোনোভাবেই ডেঙ্গু বাহিত এডিস মশা নিয়ন্ত্রণে আনতে পারছে না। এজন্য প্রতিবেশী দেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা।

এ বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি কলকাতা পৌর করপোরেশন নানা উদ্যোগ নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে। তাদের উদ্যোগ কী,জনবল কেমন, কর্মীদের কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এ কাজে কী কী ব্যবহার করেছে— এসব বিষয়ে জানতে আমি নিজেই ভরতের হাই কমিশনারকে ফোন করেছি। বিস্তারিত কথা হয়েছে। তিনি আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’ আতিকুল ইসলাম আরও বলেন, মশা নিধনে তারা কী কী মডেলের মেশিন ব্যবহার করছে, সেটি জানতে হবে। তারা যেহেতু আমাদের প্রতিবেশী, সেহেতু তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগিয়ে সফল হতে পারি। কেননা, একইসঙ্গে একই অঞ্চলের মধ্যে বসবাস করেও আমরা ডেঙ্গুতে আক্রান্ত, আর তারা মুক্ত— বিষয়টি আমাদেরকে ভাবতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন