
নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের ভোটার তালিকায় নিবন্ধনের পাইলট কার্যক্রম শুরু হবে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ নির্বাচন কমিশন এই কার্যক্রম শুরু করবে।গতকাল বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত রোববার বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে লন্ডন দূতাবাসে আয়োজিত বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ নির্বাচন কমিশনের এক মত-বিনিময় সভায় এ কথা বলা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার যোগ্য বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) গ্রহণ ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ডিসেম্বরে নির্বাচন কমিশনের একটি কারিগরি টিম যুক্তরাজ্য সফরে আসবে।এই মতবিনিময় সভায় বাংলাদেশি-ব্রিটিশ কমিনিউটির বিভিন্ন পেশা ও শ্রেণির নেতৃবৃন্দ অংশ নেন।