
নিউজ ডেস্কঃ রাজধানীসহ সারা দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যেই বিদেশ সফরে গিয়ে সমালোচনার দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় ফেরেন তিনি। তিনি আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে করবেন। এর আগে সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন মন্ত্রী। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, গতকাল বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরেছেন। আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অবহিত করবেন তিনি।