News71.com
 Bangladesh
 01 Aug 19, 01:11 PM
 82           
 0
 01 Aug 19, 01:11 PM

এমন সময় আসবে, দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস হারাবে।।দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

এমন সময় আসবে, দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস হারাবে।।দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এমন সময় হয়তো আসবে, যেদিন দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস হারিয়ে ফেলবে। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে ‘দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত’শিরোনামে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্নীতিবিরোধী অভিযান চলছে। দুর্নীতি করলে পরিণতি সুখকর হবে না। দুর্নীতি নির্মূলের অঙ্গীকার নিয়ে মাঠে আছে দুদক। তিনি বলেন, দুদকের কর্মকর্তাদের আচরণ হতে হবে সর্বোচ্চ বিনয়ী। জিজ্ঞাসাবাদে কৌশলগত কারণেই জ্ঞান, বুদ্ধি ও বিবেচনার নির্মোহ প্রয়োগ ঘটাতে হবে। এক্ষেত্রে উদ্ভাবনীমূলক কৌশল প্রয়োগের মাধ্যেমে অপরাধীদের অপরাধের তথ্য সঠিকভাবে পাওয়া যেতে পারে। সততা ও নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করার আহ্বানও জানান তিনি। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন- কমিশনের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০জন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন