
নিউজ ডেস্কঃ টানা ছয় বছর ধরে বাড়ছে বাংলাদেশ আওয়ামী লীগের বার্ষিক আয়। ২০১৮ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। যা বিগত সময়ের তুলনায় ৩৮.৪৫ শতাংশ বেশি। আজ বুধবার আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ইসি সচিব মো. আলমগীরের কাছে দলের আয় ব্যয়ের- দেয়া হিসেবে এসব তথ্য জানানো হয়েছে। ২০১৮ সালে আওয়ামী লীগের ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। বর্তমানে দলীয় তহবিলে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা অবশিষ্ট রয়েছে। ২০১৮ সালে আয় বৃদ্ধির কারণ হিসেবে একাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহনেচ্ছু দলীয় সমর্থক-সদস্যদের ব্যাপক আগ্রহের বিষয়টি তুলে ধরেছে দলটি। নির্বাচন উপলক্ষে ৩৬২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে মনোনায়নপত্র ক্রয় করেছেন বলে জানানো হয়। ইসির মিডিয়া সেন্টারে এইচটি ইমাম বলেন, এবার দলের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। দলের তহবিলে বর্তমানে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা অবশিষ্ট রয়েছে।