News71.com
 Bangladesh
 31 Jul 19, 07:50 PM
 163           
 0
 31 Jul 19, 07:50 PM

শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিনই ক্ষমতায় থাকবেন॥ সমাজকল্যাণমন্ত্রী

শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিনই ক্ষমতায় থাকবেন॥ সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন ক্ষমতায় থাকবেন। বিএনপি জামাত জোট দেউলিয়া হয়ে গেছেন, জনগণ থেকে তারা আজ বিচ্ছিন্ন। জনগণ তাদের প্রত্যাখান করেছেন। সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বুধবার মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, কয়েক কেজি চাল দিয়ে জনগণের পাশে থাকা যায় না। আপনারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। ২০২৪ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। ১৯৯১ সালে জামাত-বিএনপির সময় দেশ পিছিয়ে ছিল, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি জামাত জোটের শাসন আমল দেশের মানুষ এখনও ভুলেনি।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে নিরলসভাবে কাজ করে দেশকে উচ্চতর শিখরে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৯৩ ভাগ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, কৃষি ক্ষেত্রে ব্যাপক বিপ্লব হয়েছে। সরকারী কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের জনগণের সেবা করতে হবে। সরকারের নীতি আদর্শকে ত্বরান্বিত করতে সজাগ থাকতে হবে। ইউএনও আসাদুজ্জামানের সঞ্চালনে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান চিত্ত রঞ্জন রায়, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন