News71.com
 Bangladesh
 30 Jul 19, 01:44 PM
 187           
 0
 30 Jul 19, 01:44 PM

বাংলাদেশ বিমানের এমডিসহ ৩ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ॥

বাংলাদেশ বিমানের এমডিসহ ৩ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ॥

নিউজ ডেস্কঃ পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। ওই তিন জনকে ২৩ জুলাই তলব করে চিঠি দেওয়া হয়েছিল। দুদক কার্যালয়ে বিমানের বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, মূখ্য অর্থনৈতিক কর্মকর্তা বিনীত সুধ ও পরিকল্পনা পরিচালক মাহবুব জামান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল জানান, বিমানে পাইলট নিয়োগে কোনো দুর্নীতি হয়নি, অভিযোগ ভিত্তিহীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন