News71.com
 Bangladesh
 30 Jul 19, 01:44 PM
 169           
 0
 30 Jul 19, 01:44 PM

বাংলাদেশে ১২ আগস্ট কোরবানীর ঈদ॥

বাংলাদেশে ১২ আগস্ট কোরবানীর ঈদ॥

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কুয়েতে ১১ আগস্ট মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে। কুয়েতে কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২ আগস্ট (শুক্রবার) দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ১১ আগস্ট কুয়েতে ঈদুল আজহা পালিত হবে। কুয়েতের আবহাওয়াবিদ আদেল আল সাদোন কুনাকে বলেছেন, আগামী ১১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদি আরবেও একই দিন পবিত্র ঈদুল আজহা পালন করা হতে পারে। এই আবহাওয়াবিদ বলেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১০ আগস্ট লাখ লাখ মানুষ সমবেত হবেন।


এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নয়দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে সৌদি স্টক এক্সচেঞ্জ। আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত সৌদি স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। তবে ১৮ আগস্ট থেকে যথারীতি আবারও সৌদি স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হবে। অন্যদিকে সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়। সে হিসেবে আগামী ১২ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। গেল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই ধরনের তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন