News71.com
 Bangladesh
 22 Jul 19, 11:59 AM
 101           
 0
 22 Jul 19, 11:59 AM

বিমানবন্দর হয়ে পায়ুপথে ইয়াবা পাচার, নারীসহ দু’জন আটক॥

বিমানবন্দর হয়ে পায়ুপথে ইয়াবা পাচার, নারীসহ দু’জন আটক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা পাচারকালে নারীসহ দু’জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও নগদ ৯৬ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল রবিবার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. সাইফুল (২৮) ও মোছা. মুন্নি (২৭)। আটক সাইফুল কক্সবাজারের রামু থানার রামু কলগড় গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে ও মুন্নি ভোলা জেলার সদর থানার ছোট চর সামাইয়া গ্রামের লিটনের স্ত্রী। মুন্নি বর্তমানে ঢাকার মিরপুরের মনিপুরের মাইকওয়ালা মসজিদের পেছনে বারেক মোল্লার মোড়ের একটি বাসায় থাকেন।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করায় এক ব্যক্তিকে অনুসরণ করেন আর্মড পুলিশ সদস্যরা। পরে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে আসেন এক নারী। পুলিশ সদস্যরা তাদের সঙ্গে কথা বললে বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন তারা। পরে দু’জনকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ইয়াবার কথা স্বীকার করলে তাদের আটক করা হয়। দেহ তল্লাশি করে সাইফুলের পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা ও মুন্নির কাছ থেকে নগদ ৯৬ হাজার ৯০০ টাকা পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন