News71.com
 Bangladesh
 17 Jul 19, 01:51 PM
 123           
 0
 17 Jul 19, 01:51 PM

দ্বিধাবিভক্তি নয়, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই॥ কর্নেল অলি আহমদ

দ্বিধাবিভক্তি নয়, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই॥ কর্নেল অলি আহমদ

নিউজ ডেস্কঃ জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক ও এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দ্বিধাবিভক্তি নয় আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। কারণ, আমরা দ্বিধাবিভক্ত হলে বিদেশীরা তাদের স্বার্থ হাসিলের সুযোগ নেবে। তিনি বলেন, প্রতিহিংসার কারণে আজ বেগম খালেদা জিয়া কারাবন্দী। নির্দোষ খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। কর্নেল অলি গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় মুক্তি মঞ্চের উদ্যোগে পুণঃ জাতীয় সংসদ নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


সিলেট জেলা এলডিপির সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রূপার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় মুক্তিমঞ্চের অন্যতম শীর্ষনেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদওয়ান আহমদ, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব, শাহাদাত হোসেন সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, জাগপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসাদুর রহমান খান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজাহান আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন