
নিউজ ডেস্কঃ ‘মাত্র দুই কোটি টাকার জন্য খালেদা জিয়াকে জেলে আটকে রাখা অত্যন্ত লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ তিনি আরও বলেন, যার একটি টাকাও খরচ করা হয়নি। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন’ শীর্ষক অনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি দাবি করে বলেন, উক্ত একটি টাকাও খরচ করা হয়নি, বরং বেড়ে ৬/৭ কোটি টাকা হয়েছে। তার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখাটা অত্যন্ত লজ্জাজনক বিষয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে তিনি বলেন, আপনি অত্যন্ত দূরদর্শী, দেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝুন এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার পদক্ষেপ নিন। তাকে মুক্তি দিন। নতুবা অন্যায় এবং অবৈধভাবে যারাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, ইতিহাসে তাদের ভয়াবহ পরিণতি হয়েছে, এখানেও তার ব্যতিক্রম হবে না।