News71.com
 Bangladesh
 08 Jul 19, 10:17 PM
 185           
 0
 08 Jul 19, 10:17 PM

এরশাদকে যন্ত্র ও ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে।।জিএম কাদের

এরশাদকে যন্ত্র ও ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে।।জিএম কাদের

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার সব কিছুই যন্ত্র এবং ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে। তবে তিনি বেঁচে আছেন। আজ সোমবার দুপুরে বনানীতে পার্টি অফিসে এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তিনি বলেন, কৃত্রিমভাবে পল্লীবন্ধুর শ্বাস-প্রশ্বাস চলছে। ফুসফুস কিছুটা কাজ করছে। সব কিছুই যন্ত্র এবং ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অত্যাধুনিক ডায়ালাইসিস হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে পল্লীবন্ধুর রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ করা হচ্ছে। হেমো পারফিউশনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে ঘুমের ওষুধ ও বেদনানাশক ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলেই তাকে সচেতন করা হবে। এরশাদ ভালো আছেন এটা বলা যাবে না, তিনি শঙ্কামুক্ত নয়, তবে বেঁচে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন