নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৫ দিনের সরকারি সফরে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার (এমআইএলএডি), এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (এএসজি-ডিওএস) এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিস্কিপিং অপারেশনস (ইউএসজি-ডিপিও) এর সাথে সাক্ষাৎ করবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইএসপিআর জানিয়েছে, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ জুলাই দেশে ফিরবেন।