News71.com
 Bangladesh
 04 Jul 19, 01:30 PM
 124           
 0
 04 Jul 19, 01:30 PM

শিগগিরই মোংলা বন্দর ব্যবহার শুরু করবে নেপাল॥রাষ্ট্রদূত  

শিগগিরই মোংলা বন্দর ব্যবহার শুরু করবে নেপাল॥রাষ্ট্রদূত   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আমদানি-রফতানি পণ্য সড়ক পথে নেপালে আনা-নেয়ার কাজ দ্রুত শুরু হবে। এজন্য ভারতের ভূখণ্ড ব্যবহারে ভারতের সঙ্গে নেপাল সরকার চুক্তি সম্পন্ন করেছে। শিগগিরই নেপাল পূর্ণাঙ্গভাবে মোংলা বন্দর ব্যবহার শুরু করবে। আজ বুধবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় নেপালের রাষ্ট্রদূত আরও বলেন, আগের তুলনায় মোংলা বন্দর অনেক সক্ষমতা অর্জন করেছে। মোংলা বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। বর্তমানে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ার ফলে নেপাল এ বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হয়েছে। বাণিজ্যিকভাবে মোংলা বন্দরকে অধিকতর ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই গতকাল বুধবার তিনি সরেজমিনে মোংলা বন্দর পরিদর্শন করতে এসেছেন বলে জানান নেপারী রা্ষ্ট্রদূত।

নেপালের রাষ্ট্রদূতের বন্দর পরিদর্শন শেষে দুপুর ১২টায় বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, নেপালী দূতাবাসের অফিস সেক্রেটারি রিয়া ছেত্রী, মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলীর কাছে মোংলা বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। মোংলা বন্দর পরিদর্শন শেষে নেপালের রাষ্ট্রদূত ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের করমজলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন