নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগীয় রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, রিফাত হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ সারা দেশে শতভাগ চেষ্টা অব্যাহত রেখেছে। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার রিফাত হত্যার মামলার অগগ্রতি পর্যবেক্ষণে এসে বেলা ১টায় পুলিশ সুপার কার্যালয় তিনি এসব কথা বলেন।
এসময় বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা রাত দিন অভিযান অব্যাহত রেখেছি, আশা করছি দ্রুত মূল আসামিদের গ্রেফতার করা হবে। তিনি সাংবাদিকদের জানান, নয়নের বিরুদ্ধে বরগুনা থানায় মাদক ও অস্ত্রসহ ৮ টি এবং রিফাত ফরাজীর বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সকল মামলায় আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন।