News71.com
 Bangladesh
 27 Jun 19, 11:24 AM
 91           
 0
 27 Jun 19, 11:24 AM

রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় যুবক নিহত ॥

রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় যুবক নিহত ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্য হয়।নিহত ব্যক্তি সবুজবাগ পূর্ব রাজার বাগ এলাকায় থাকতেন।নিহতের বড় ভাই মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার রাত দেড়টার দিকে পূর্ব রাজার বাগ শাপলা কানুন মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মামুন আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, চার ভাই ও এক বোনের সবার মধ্যে দ্বিতীয় ছিলো মামুন। তাদের বাবার নাম গোলাম মুর্তজা। তার ভাই মামুন অবিবাহিত, সে হস্তশিল্প তৈরি করে বাজারে বিক্রি করতো।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া সড়ক দুর্ঘটনায় মামুনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন