নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে একদলীয় শাসন কায়েম করেছে স্বৈরাচারী শাসক। আর ক্ষমতায় ঠিকে থাকতে চক্রান্ত করে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। গতকাল বুধবার বিকালে রাজধানীর ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস-২০১৯ উপলক্ষে বিএনপি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একযুগ ধরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চলছে। গত প্রায় একযুগ ধরে যে নির্যাতন চলছে সারা বিশ্বে তা নজিরবিহীন ঘটনা।
ইতিহাস বলছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের শক্তি দিয়ে স্বৈরাচারী শাসকদের পরাজিত করতে হয়। সে জন্য আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে। ফখরুল বলেন, আমাদের প্রথম দাবি খালেদা জিয়ার মুক্তি। এরপর দাবি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। দেশের সব সমস্যা সমাধানের একমাত্র পথ বলে আমরা মনে করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান। সেমিনারে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।