News71.com
 Bangladesh
 26 Jun 19, 07:40 PM
 173           
 0
 26 Jun 19, 07:40 PM

জাপা চেয়ারম্যান এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে॥  

জাপা চেয়ারম্যান এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে॥   

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। আজ বুধবার মতিঝিলের এজিবি কলোনির মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রামের বিভাগীয় সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় জি এম কাদের বলেন, সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘ক্রিটিক্যাল ইউনিটে’ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি এরশাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানান জি এম কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন