News71.com
 Bangladesh
 25 Jun 19, 01:09 PM
 145           
 0
 25 Jun 19, 01:09 PM

দেশের যোগ্য সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হবে॥ সংসদে শিক্ষামন্ত্রী

দেশের যোগ্য সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হবে॥ সংসদে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ যোগ্য সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সম্পদ সীমিত হওয়া সত্ত্বেও ৪টি শর্তের ভিত্তিতে যোগ্য বিবেচিত সকল প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী এসময় ৪টি শর্তের কথা তুলে ধরেন। এগুলো হলো- প্রতিষ্ঠানের স্বীকৃতি থাকা, শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা। বাছাইয়ের প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ইনপুট দেওয়া তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে যোগ্য প্রতিষ্ঠানের তালিকা হয়েছে যেখানে কারও হস্তক্ষেপের সুযোগ নেই।


এমপিওভুক্তি প্রশ্নে দীপু মনি বলেন, কাউকে বঞ্চিত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে শিক্ষার মান উন্নয়ন করা। আমরা সকল ক্ষেত্রে রিওয়ার্ড এবং পেনাল্টির কথা বলি। একজন শিক্ষক ‘ভালো শিক্ষক’ কিনা তার পরিচয় কী? একজন শিক্ষকের পরিচয় অবশ্যই তার শিক্ষা প্রতিষ্ঠানের পারফরম্যান্স দিয়ে। আর তাহলেই তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে, পরীক্ষার্থী থাকবে এবং তার পরীক্ষার ফলাফল ভালো হবে। শিক্ষক যদি অযোগ্য হয় তাহলে বিপরীত অবস্থা হবে। আমরা শুনতে পাই, পত্রিকায় রিপোর্ট হয়- কোনও কোনও শিক্ষক টাকার বিনিময়ে বিভিন্ন নোট বই, গাইড বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করেন। স্কুলে না পড়িয়ে বাধ্য করেন তাদের কোচিংয়ে পড়তে। সেই কারণে দেখা যাচ্ছে কোথাও কোথাও শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়। যে শিক্ষকেরা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আমরা নিশ্চয়ই তাদের রিওয়ার্ড করতে চাই না। আবার এমপিও যে প্রতিষ্ঠানে দেওয়া হয় তারও কদর থাকে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন