News71.com
 Bangladesh
 24 Jun 19, 10:23 PM
 65           
 0
 24 Jun 19, 10:23 PM

একবছরে মাদক কারবারিদের বিরুদ্ধে এক লক্ষাধিক মামলা॥ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

একবছরে মাদক কারবারিদের বিরুদ্ধে এক লক্ষাধিক মামলা॥ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ জামিনে মুক্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত ও আটক জঙ্গিদের নিবিড় নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার জাতীয় সংসদে মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে জঙ্গিবাদ দমনে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নির্মূল সংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত জিরো টলারেন্স নীতির আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম পরিচালনা করছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের স্পেশালাইজড গঠনের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ, অপারেশনাল ও লজিস্টিকস সক্ষমতা বাড়ানো হয়েছে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জঙ্গি আস্তানা, জঙ্গিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। জঙ্গি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত/শনাক্তকরণের সুবিধার্থে এলাকাভিত্তিক ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং বিডি পুলিশ হেল্প লাইন, হেলো সিটি ও রিপোর্ট টু র্যাব প্রভৃতি অনলাইন অ্যাপস চালু এবং গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন